• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

‘শিক্ষকদের বেতন না দিলে অধিভুক্তি বাতিল’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৬:১৬ পিএম
‘শিক্ষকদের বেতন না দিলে অধিভুক্তি বাতিল’

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স স্তরের যেসব বিষয়ের শিক্ষকদের বেতন দেওয়া হবে না, সেসব বিষয়ের অধিভুক্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান।

শনিবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অধ্যাপক মশিউর রহমান বলেন, “শিক্ষকদের বেতন কলেজ থেকে দেওয়া হবে, এই শর্তেই অধিভুক্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এখন শিক্ষকদের বেতন দিতে না পারলে অধিভুক্তি বাতিল করা হবে। কলেজগুলোকে চিঠিও দেওয়া হয়েছে। কলেজগুলো যেসব বিষয়ের শিক্ষকদের বেতন দিতে পারবে না, কেবল সেসব বিষয়ের অধিভুক্তিই বাতিল করা হবে।”

জনবল কাঠামো অনুযায়ী ডিগ্রি স্তর পর্যন্ত পরিচালিত এমপিওভুক্ত কলেজগুলোয় ১৯৯৩ সালে অনার্স-মাস্টার্সের অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। বিধিবিধান অনুযায়ী নির্ধারিত স্কেলে কলেজ কর্তৃপক্ষ শিক্ষকদের মূল বেতন দেওয়ার শর্তে অনার্স-মাস্টার্সের বিষয় অনুমোদন পায়। 

বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ আছে ২ হাজার ২৬০টি। এর মধ্যে প্রায় সাড়ে ৩০০ কলেজে অনার্স-মাস্টার্স স্তর আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট শিক্ষার্থী প্রায় ২৯ লাখ।

Link copied!