বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুয়েটের ভর্তির ওয়েবসাইটে মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়।
এছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে (চূড়ান্ত) ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এদিকে প্রাক-নির্বাচনী পরীক্ষায় উর্ত্তীণ প্রার্থীরা আগামী ১ নভেম্বর সকাল ১০টার পরে বুয়েটের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। অনলাইনে বিভাগ নির্বাচন (পছন্দক্রম) ‘Option Form’ পূরণ করার পরই কেবল প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।