গ্রামের মানুষকে করোনা টিকার প্রতি উৎসাহিত করতে বিনা মূল্যে টিকার রেজিস্ট্রেশন করিয়ে দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী জুনায়েদ আরাফাত অর্ণব। প্রায় তিন হাজারের অধিক মানুষের রেজিস্ট্রেশন করে দিয়েছেন।
জুনায়েদ আরাফাত অর্ণব বলেন, “আমি ২০১৭ সাল থেকে ‘Unity for Humanity’ নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। তবে টিকা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমার আব্বু উৎসাহিত করেছেন। ওনি রাজনীতি করেন এলাকার মানুষ অনলাইনের প্রসেসটা করতে পারছিল না। কারণ, অনলাইন রেজিস্ট্রেশনটা আসলেই একটু কঠিন। তাই গ্রামের মানুষদের সহায়তা করাই উদ্দেশ্য ছিল।”
চবি শিক্ষার্থী বলেন, “মার্চের ১২ তারিখ থেকে আমি এটি শুরু করি। প্রথম করোনার ভ্যাকসিন প্রদান শুরু হওয়ার পরপরই আমাদের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের গ্রামে গ্রামে অনলাইনে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন করে টিকা কার্ড সংগ্রহ করে দেওয়ার কার্যক্রম শুরু করি সে সময় প্রায় পাঁচ-ছয় শত মানুষকে এই সেবা দেই।”
“তারপর কোরবানির ঈদে গ্রামে গিয়ে গত এক সপ্তাহের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে আমাদের রামপুর গ্রামের ৮-৯ জন ছাত্রের সহায়তায় সকলের মোবাইলে ভ্যাক্সিন রেজিস্ট্রেশন সম্পন্ন করে, টিকা কার্ড প্রিন্ট করে সবাইকে প্রদান করি আমরা।”
যেই ল্যাপটপ দিয়ে মেইলে এনে টিকা কার্ড প্রিন্ট করা হয়েছে সেই মেইল বক্সে আড়াই হাজারের অধিক টিকা কার্ড রয়েছে।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের তাদের গ্রামের মানুষকে টিকা নিতে উৎসাহিত এবং সহায়তা করার আহ্বান জানিয়েছেন অর্ণব।