দুর্ঘটনায় আহত কুবি শিক্ষক


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৬:১০ পিএম
দুর্ঘটনায় আহত কুবি শিক্ষক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান দুর্ঘটনায় আহত হয়েছেন।

সোমবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ক্যাডেট কলেজ সংলগ্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) সামনে এক দুর্ঘটনায় তিনি আহত হন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে কুবির মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। এরপর কুমিল্লা ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, "মনিরুজ্জামান পায়ে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন। তাকে ১৪ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক।"

প্রত্যক্ষদর্শীরা জানায়, মনিরুজ্জামান সাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয়ে আসার সময় বিপরীতমুখী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। 

অধ্যাপক মনিরুজ্জামান বলেন, "করোনার কারনে গণ পরিবহণ পরিহার করে সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, ওই সময় দুর্ঘটনা ঘটে। কোটবাড়ি থেকে ভার্সিটি পর্যন্ত এ রাস্তাটা এতো বেশি অনিরাপদ যা ভাষায় প্রকাশ করার মতো না। আর অটো চালকরাও প্রচণ্ড বেপরোয়া।"

এর আগেও কুবি শিক্ষার্থীসহ অনেকে এ রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছেন। রাস্তাটা অনেক সংকীর্ণ হওয়ায় এবং অটোরিকশা ও দর্শনার্থীদের বাস চালকদের অসাবধানতায় বারবার দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, "আমরা স্থানীয় অটো চালকদের সঙ্গে বৈঠক করবো। তাদের বিরুদ্ধে আগেও বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ আছে।" 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, "আমি ডিসির সঙ্গে কথা বলে এর একটা সমাধান করবো। রাস্তা এতো অনিরাপদ হবে এটা তো কাম্য নয়।"

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!