• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে সপ্তাহে দুদিন ক্লাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০৯:৪৯ পিএম
তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে সপ্তাহে দুদিন ক্লাস
ফাইল ছবি

অষ্টম ও নবম শ্রেণির পর আগামী সপ্তাহ থেকে প্রাথমিক স্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও সপ্তাহে দুই দিন করে হবে। এখন এসব শ্রেণিতে সপ্তাহে এক দিন করে ক্লাস হচ্ছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। আগামী দুই একদিনের মধ্যেই এসংক্রান্ত নির্দেশনা দেয়া হবে।

এর আগে গত সোমবার থেকে মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির ক্লাস এক দিন করে বাড়িয়ে সপ্তাহে দুই দিন করা হয়।

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ১২ই সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। তবে বিশ^বিদ্যালয়ে এখনও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!