তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার কমিটি গঠন 


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৩:৪৩ পিএম
তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার কমিটি গঠন 

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার (২০২১-২২ বর্ষ) কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সংগঠনের সভাপতি মারজুকা রায়না ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনটির সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ইকবাল হাসানকে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী আবু জাফরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!