• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৭৩ 


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৯:৫৫ এএম
ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৭৩ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতকের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত  ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। প্রতি আসনের বিপরীতে ৭৩ জন ভর্তি পরীক্ষা দিবে এবার।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাবি ও সাতটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, এবার ‘ঘ’ ইউনিটে মোট  ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন জন আবেদন করেছেন। আর মোট আসন সংখ্যা ১৫৭০টি। ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হবে। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

ঢাবি ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় , খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর বিশ্ববিদ্যালয়ের মোট ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০টি। এবছর প্রতি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী লড়ছেন। এবারের ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ‘চ’ ইউনিটে ও সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতা ‘খ’ ইউনিটে।

‘ঘ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে ঢাবির এবারের ভর্তি পরীক্ষার। এর আগে ক, খ, চ এবং গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Link copied!