• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

জাককানইবি অনলাইনে পরীক্ষা নিতে চায়  


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৮:০৬ পিএম
জাককানইবি অনলাইনে পরীক্ষা নিতে চায়  

জুনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তাই শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে আসে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য।

বেশ কয়েকটি বিভাগে শুরুও হয়েছিল পরীক্ষাগুলো। কিন্তু আবারও করোনার বেড়ে যাওয়ায় দেশব্যাপী দফায় দফায় কঠোর লকডাউনের কারণে পরীক্ষা বন্ধ করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

কোভিড-১৯ পরিস্থিতিতে অনলাইন পরীক্ষার দিকে নজর দেয় বিশ্ববিদ্যালয়। যদিও ধীরগতির ইন্টারনেট সংযোগ আর উন্নত ডিভাইসের অভাবে বেশ সমস্যায় পড়তে হচ্ছে পরীক্ষাগুলো নিতে।

তাছাড়া অনেক শিক্ষার্থী অনলাইনে পরীক্ষা দিতে অনীহা প্রকাশ করছেন বলে জানা যায়।

উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান জানান যে, “আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়ার ব্যাপারে আশাবাদী।” 

তিনি আরও বলেন, এ নিয়ে দুয়েক দিনের মধ্যে একটা মিটিংয়ের আয়োজন করবো ভেবেছি। 

এবং সুষ্ঠু ও সুন্দরভাবে যেন পরীক্ষাগুলো নিতে পারি তাই সকল শিক্ষক- শিক্ষার্থীদের সাহায্য ও সহোযোগিতা কামনা করেন উপাচার্য।

Link copied!