• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ০৫:০৭ পিএম
জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু

সমন্বিত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির আবেদন অনলাইনে শুরু হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টা দিকে ভর্তি কার্যক্রম আবেদনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ইউনিটে আবেদন করার জন্য শিক্ষার্থীদের দিতে হবে ৬০০ টাকা করে। যা আগামী ২৫ নভেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত করা যাবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক (ছাত্র-কল্যাণ), পরিচালকসহ (আইসিটি সেল) আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জবির ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd) পাওয়া যাবে।

Link copied!