• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

জবিতে দ্বিতীয় বারের মতো ভ্যাকসিনের তথ্য সংগ্রহ শুরু


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৮:১৯ পিএম
জবিতে দ্বিতীয় বারের মতো ভ্যাকসিনের তথ্য সংগ্রহ শুরু

দ্বিতীয়বারের মতো করোনা ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে তথ্য প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের অনুরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকদের কোভিড-১৯ টিকা দেওয়ার জন্য নামের তালিকা স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে পাঠাতে জাতীয় পরিচয়পত্র (NID) ধারী শিক্ষার্থী/গবেষককে ইংরেজি ক্যাপিটাল লেটারে জরুরি ভিত্তিতে আগামী ১৮ থেকে ২৩ আগস্ট মধ্যে নিম্নেবর্ণিত লিংকে চাহিত তথ্যাদি প্রদানের জন্য অনুরোধ করা হলো।

তথ্য প্রদানের লিংক  http://www.jnu.ac.bd/vfc19

ইতিপূর্বে যে সকল শিক্ষার্থী এবং গবেষকগণ তথ্য প্রদান করেছেন তাদের তথ্য প্রদান করার প্রয়োজন নেই।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!