বাংলাদেশ ছাত্রলীগের ডেঙ্গু মশা প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ফরাজীর নেতৃত্বে মশক নিধন কর্মসূচি পালিত হয়।
শনিবার (৭ আগস্ট) মশক নিধন কর্মসূচিতে জবি শাখার ছাত্রলীগ কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সভাপতি আল নাহিয়ান খানের (জয়) নির্দেশে সারা দেশে মাসব্যাপী ডেঙ্গু মশা নিধন কর্মসূচিকে বাস্তবায়ন করতে ইব্রাহিম ফরাজীর সার্বিক তত্ত্বাবধায়নে মশক নিধন কর্মসূচি পালন করা হয়।
ইব্রাহিম ফরাজি বলেন, সারা দেশে করোনা মহামারি পরিস্থিতিতে এখন দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। তাই আমরা কেন্দ্রের নির্দেশে মশক নিধন কর্মসূচি পালন করেছি। যাতে ক্যাম্পাসে ডেঙ্গুর প্রকোপ কোনোভাবেই বিস্তার লাভ করতে না পারে।