করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল হাসান।
রোববার (৮ আগস্ট) সকালে শ্বাসকষ্ট দেখা গেলে দুপুর ২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবুল হাসান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাতবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের সন্তান। তিনি বেশ কিছুদিন ধরে জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেট্রোপলিটন হাসপাতালে দুদিন ভর্তিও ছিলেন তিনি।
এরপর সেখানে চিকিৎসা নেওয়ার পর তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আজ সকালে ফের শ্বাসকষ্ট শুরু হলে দুপুরের দিকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।