• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ নভেম্বর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৩:৩৭ পিএম
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ নভেম্বর
ফাইল ছবি

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এবারের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। একই সঙ্গে সারা দেশের তিন হাজার ৬৭৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটায় শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

দীপু মনি বলেন, “এ বছর সারা দেশে ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। তার মধ্যে ৯টি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৯৯৮ জন। আর তিন লাখ এক হাজার ৮৮৭ জন দাখিল পরীক্ষায় অংশ নেবে।”

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন, প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি, কেন্দ্র বেড়েছে ১৬৭টি বলে জানান মন্ত্রী।

এদিকে এবারের পরীক্ষায় বিদেশ থেকে ৮টি কেন্দ্রে ৪২৯ জন শিক্ষার্থী পরীক্ষার অংশগ্রহণ করবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

বৈশ্বিক মহামারি করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা শেষের ৩০ দিনের মধ্যে ফল প্রকাশিত হবে।

Link copied!