• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

এবার রাবি শিক্ষকের নীরব পদযাত্রার ডাক


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০৭:৫২ পিএম
এবার রাবি শিক্ষকের নীরব পদযাত্রার ডাক

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতির সহযোগী অধ্যাপক ড. ফরিদ খান এবার নীরব পদযাত্রার ডাক দিয়েছেন।

শনিবার (২১ আগস্ট) বিকেলে ফেসবুকের একটি গ্রুপে তার এই নীরব পদযাত্রার কথা উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে ফরিদ খান লিখেন, “আমি শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে নীরব থাকতে চেয়েছিলাম। কিন্তু আর পারছি না। সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৪ আগস্ট (মঙ্গলবার) বেলা ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরের সামনে থেকে শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খোলার দাবিতে নীরব পদযাত্রা শুরু করব। পদযাত্রাটি রাজশাহী কলেজ, নিউ ডিগ্রি কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, রুয়েট হয়ে আবার জোহা চত্বরে এসে শেষ হবে।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ১০ মিনিট করে থামবেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন। এছাড়া পদযাত্রাটির একটি গুগল ম্যাপও শেয়ার করেন। এতে যোগ দেওয়ার জন্য শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষানুরাগী শুভানুধ্যায়ীদের অনুরোধ জানান।

পদযাত্রাটির সম্ভাব্য স্লোগান হিসেবে তিনি উল্লেখ করেন

- আমাদের স্কুল অবিলম্বে খুলে দিন!

- স্কুল খোলা নিয়ে আর নয় অপেক্ষা!

- স্কুল খুলে দিন! আমাদের সন্তানদের জীবন ফিরিয়ে দিন!

- জুম নয়, স্ক্রিন নয়! ক্লাসরুম ফিরিয়ে দিন!

- স্কুল খুলে দিন! ভবিষ্যতকে বাঁচান!

- এক দুই তিন চার! ছুটি নয় আর বার বার!

- ওয়ান টু থ্রি ফোর! স্কুল ক্লোজ নো মোর!

- আমাদের শিক্ষার্থীদের গুরুত্ব দিন, জাতির ভবিষ্যতকে গুরুত্ব দিন!

- শিক্ষা একটি “জরুরি সেবা”! এটিকে বন্ধ রেখে সব কিছু খুলে নয় মজা!

উল্লেখ্য, এর আগে ফেসবুকে ঘোষণা দিয়ে গাছতলায় ক্লাস নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির চার শিক্ষক।
 

Link copied!