• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

আগস্টের প্রথম প্রহরে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৯:০৪ এএম
আগস্টের প্রথম প্রহরে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

ঘড়ির কাঁটার ১২টার পরপরই শুরু হয় শোকাবহ আগস্ট মাস। পঁচাত্তর-পরবর্তী সময়ে প্রতিবছরই আগস্ট এলেই শোকাচ্ছন্ন হয়ে পড়ে বাঙালি জাতি। আগস্ট মাস বাঙালি জাতির জীবনে শোক ও বেদনার মাস। এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করা হয়। আবার ২০০৪ সালে ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ওপর গ্রেনেড হামলা চালিয়ে বহু নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল। 

মাসটিকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ রাখতে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শোকাবহ আগস্টের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে ইবির ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে ছাত্রলীগ।

এ সময় ইবি শাখা ছাত্রলীগ কর্মী শাহজালাল সোহাগ, বিপুল, রাব্বীসহ অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মোমবাতি প্রজ্বালন শেষে আরাফাত বলেন, “শোকাবহ আগস্টের প্রথম প্রহরে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ স্বাধীনতাযুদ্ধে নিহত সব শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। পাশাপাশি বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানাচ্ছি।”

Link copied!