অক্সিজেনের অভাবে ছটফট করা মানুষটির জন্য সিলিন্ডার নিয়ে দৌড়াতে হবে, কত জোরে দৌড়াচ্ছেন তার ওপর নির্ভর করছে ছটফট করা মানুষটির জীবন। দিনে কিংবা রাতে, শহরে কিংবা গ্রামে, সড়কে কিংবা নৌপথে স্বেচ্ছাসেবকেরা নিরন্তর ছুটে চলেছেন অক্সিজেন সেবা নিয়ে।
এভাবেই প্রতিদিন অক্সিজেনের প্রয়োজনে কল এলেই নরসিংদী জেলাজুড়ে ছুটে চলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনাওয়ার রিয়াজ মুন্না।
মুনাওয়ার রিয়াজ মুন্না বলেন, “দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতিনিয়ত অক্সিজেন সংকট বাড়ছে। আমাদের নরসিংদী জেলায়ও আজকাল এই সংকট চরমে। মৃত্যুপথযাত্রী রোগীর জীবন বাঁচাতে তাদের স্বজনরা ঘুরছে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে। দামের চেয়ে অধিক টাকা দিয়েও অক্সিজেন পাওয়া যাচ্ছে না। এক একটি অক্সিজেন সিলিন্ডার যেন পরিণত হয়েছে রীতিমতো সোনার হরিণ।”
মুনাওয়ার রিয়াজ মুন্না আরও বলেন, “ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে আমরা শুরু করেছি বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ সেবা। এরই মধ্যে বিভিন্ন জায়গায় কোভিড-১৯ রোগীদের জন্য নিজ গাড়িতে করে বিনা মূল্যে অক্সিজেন পৌঁছে দিয়েছি। দুর্গম চরাঞ্চলে নৌপথেও আমাদের স্বেচ্ছাসেবকরা সেবা পৌঁছে দিচ্ছেন।”
করোনাকালীন নরসিংদীতে এই সেবা পেতে হলে হটলাইনের যোগাযোগ করতে হবে। রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র প্রদর্শন করে অক্সিজেন সেবা নিতে হবে। এছাড়া কোভিড আক্রান্ত রোগীর টেলিফোনে চিকিৎসা ও স্বাস্থ্যসেবাও মিলবে হটলাইনে। হটলাইন নম্বর- ০১৭১৮৮০৭৮৪৮।