আগামী অক্টোবরে সীমিত পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাবি ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে বুধবার (২৫ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ডিনস কমিটির এক বিশেষ সভায় এসব পরিকল্পনা গ্রহণ করা হয়। উপাচার্য ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আওতায় আনার অগ্রগতি এবং দেশের সার্বিক করোনা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নয়ন হলে অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট আবাসিক শিক্ষার্থীদের জন্য আগামী অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো সীমিত পরিসরে খোলার পরিকল্পনা রয়েছে। তাই যেসব শিক্ষার্থী এখনো টিকা কার্যক্রমের আওতায় আসেনি, তাদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকা কার্যক্রমের আওতায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের মাধ্যমে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব শিক্ষার্থী টিকা কার্যক্রমের আওতায় না এলে আবাসিক হল খোলা এবং সশরীর ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ব্যাহত হবে। তবে অনলাইনে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ঢাবি ক্যাম্পাসে ভিসির বাসভবনের অবস্থান কর্মসূচিও পালন করেছেন শিক্ষার্থীরা। একই দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়েও মানববন্ধন করেছেন ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, প্রয়োজনে জায়গা খালি রেখে ক্লাস করানো হোক। সবকিছুই যেখানে স্বাভাবিক, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা একেবারেই ভুল সিদ্ধান্ত।
করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে দেড় বছর ধরে বন্ধ আছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।