দীর্ঘ সাত বছর পর শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুইপ আতিউর রহমান আতিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক কৃষিমন্ত্রী ও শেরপুর-২ নকলা-নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী। দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
সম্মেলনে জেলার সদরসহ নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা থেকে আগত আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল নেতা-কর্মী উপস্থিত হন।