মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের চপল মোল্যা নামে এক কৃষকের ৩৯০টি ধরন্ত পেঁপে গাছ সোমবার রাতের আধাঁরে কেটে বিনষ্ট করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এই পেঁপে গাছ থেকে চলতি বছরসহ আগামী ৩ বছরে ১৫ লক্ষাধিক টাকার পেঁপে বাজারে বিক্রি করতে পারতেন বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক চপল মোল্যা।
কৃষক চপল মোল্যা জানান, গত বছর বাবলু মিয়া নামে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ২ বিঘা জমি ইজারা নিয়ে তিনি ১ হাজার ৮০০টি পেঁপের চারা রোপণ করেন। যেখানে এ বছরই প্রথম পেঁপের ফলন এসেছে। জমির ইজারামূল্যসহ ২ বিঘা জমিতে পেঁপে চাষে তার এ পর্যন্ত খরচ হয়েছে সাড়ে ৩ লাখ টাকা। এ পর্যন্ত ৫০ হাজার টাকার পেঁপে তিনি বিক্রি করেছেন। চলতি বছরসহ আগামী ৩ বছরের তিনি এই ক্ষেত থেকে ১৫ লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছিলেন। ৩৯০টি ধরন্ত পেঁপে গাছ কেটে দেয়ায় তার গড়ে ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হলো। পাশাপাশি বাকি গাছগুলোর নিরাপত্তা নিয়ে তিনি দুশ্চিন্তায় ভুগছেন।
চপল মোল্যা আরো জানান, কারা তার সঙ্গে এরকম নির্মম শত্রুতা করলো সেটি তিনি বুঝতে পারছেন না। তবে জমি ইজারার বিষয় নিয়ে স্থানীয় দুই একজনের সঙ্গে তার কিছুটা বিরোধ হয়েছিল। তিনি এ বিষয়ে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম বলেন, “স্থানীয় বিট পুলিশকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।”