গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করেছে।
শনিবার (৫ মার্চ) সন্ধ্যার দিকে নগরীর কোনাবাড়ীর মিতালী ক্লাব উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া।
স্থানীয়রা জানান, নগরীর কোনাবাড়ীর মিতালী ক্লাব উত্তর পাড়ার ইউনুস আলীর গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের আরো ১১টি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হয়।
এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, “ঝুটের গুদামের আগুন লাগার খবরে প্রথম ফায়ার সার্ভিসের দুটি পরে আরো একটি ইউনিট কাজ শুরু করেছে। ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আগুনের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।