• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক 

১০ কিলোমিটারে যান চলাচলে ধীরগতি


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ১১:০৫ এএম
১০ কিলোমিটারে যান চলাচলে ধীরগতি

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। মহাসড়কের অন্তত তিনটি স্পটে থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ জানায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর ২২ কিলোমিটার মহাসড়কে সৃষ্ট অসংখ্য খানাখন্দ, ক্ষতিগ্রস্ত নলকা সেতু ও ফোরলেন নির্মাণ কাজ চলমান থাকায় কড্ডা, নলকা ও পাচলিয়া এলাকায় অন্তত ১০ কিলোমিটার মহাসড়ক জুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। এই তিনটি স্পটে থেমে থেমে যানজটও সৃষ্টি হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন মহাসড়ক ব্যবহারকারীরা। তবে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী জানান, রাতে মহাসড়কটিতে যানবাহনের চাপ থাকায় যানজট সৃষ্টি হয়। সকাল থেকে যানজট কেটে গেছে, তবে বেশ কয়েকটি স্পটে যান চলাচলে ধীরগতি রয়েছে।
 

Link copied!