নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পাশে থাকার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান।
রোববার (১০ জানুয়ারি) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
শামীম ওসমান বলেন, “নৌকার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে আমি এখন পর্যন্ত নৌকার পক্ষে সেইভাবে নামি নাই, মনে একটা কষ্ট ছিল। আজকে থেকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে পুরোপুরি নামলাম।”
আলোচিত এই সাংসদ বলেন, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে হাতি দিয়ে নৌকা ডোবানো যাবে না। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। এখানে সবাই বঙ্গবন্ধু ও তার দলের পক্ষে। হাতি দিয়ে এখানে নৌকাকে ডোবানো যাবে না।’
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে হুঁশিয়ারি করে শামীম ওসমান বলেন, “আপনি আপনার মতো কথা বলেন, আমাদের কোনো আপত্তি নাই। হাতি দিয়া নৌকা ডুবাই দিবেন—আমার মনে হয় না নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াতের ওই ক্ষমতা আছে যে নৌকা ডুবাই দেওয়ার ক্ষমতা রাখে। এইটা আমি বিশ্বাস করি না। হাতির বড়জোর সাইজ বড় হতে পারে, হাতির সাইজ বড় হইলে আমরা কান্ধে (কাঁধে) নিয়ে দৌড় দিব ইনশা আল্লাহ। কিন্তু নৌকার ওপর উঠতে দিব না।”
সিটি নির্বাচন নিয়ে কথা বলতে চাননি উল্লেখ করে সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, “কিন্তু আমার চুপ থাকাকে কেন্দ্র করে বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে এবং আমার দলকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। কেউ দলের উল্টো দিকে থেকে ক্ষতি করছে, কেউ দলের সাথে হেঁটে ক্ষতি করছে। কিছু হাইব্রিড, তেলবাজ, তাদের এখন রক্তক্ষরণ হয়। নৌকার উন্নয়নে তারা শান্তি পায় না। আওয়ামী লীগ বড় একটি পরিবার, মান অভিমান হবেই। সবকিছু ছেড়ে একসঙ্গে কাজ করতে হবে। ঠিকমতো কাজ করলে জয় আমাদের হবেই।”