সাতক্ষীরায় সেন্ট লরেন্স ক্যাথলিক চার্চের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের গোপীনাথপুর খ্রিষ্টান পল্লীতে এই চার্চের উদ্বোধন করা হয়।
গোপীনাথপুর সেন্ট লরেন্স ক্যাথলিক চার্চ কমিটির সভাপতি স্বপন বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে সেন্ট লরেন্স ক্যাথলিক চার্চের উদ্বোধন করেন খুলনা ধর্মপ্রদেশের বিশপ জেমস রমেশ বৈরাগী।
সেন্ট লরেন্স ক্যাথলিক চার্চের উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা ধর্মপল্লীর পালক পুরোহিত লরেন্স ভ্যালোন্তি এস.এক্স।
এ সময় অনুষ্ঠিত হয় আশীর্বাদ ও খ্রিষ্টযজ্ঞ। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান হয়।