রংপুরের পীরগাছায় সাবেক স্ত্রীর ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মিজান নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় সাবেক স্ত্রীকেও কুপিয়ে আহত করেছেন তিনি। তবে এখানেই থেমে থাকেননি মিজান, শ্বশুর বাড়িতে আগুন ধরিয়ে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন তিনি।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মকরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোকনুজ্জামান রোকন (৪২) ওই গ্রামের তয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাত বছর আগে রোকনের বোন সুমি খাতুনকে ভালোবেসে বিয়ে করেন মিজান। এই বিয়ে মেনে নিতে পারেননি সুমির ভাই রোকন। তিন বছর আগে মিজানকে তালাক দিতে বোনকে বাধ্য করা হয়। এরপরেও সুমিকে ফিরিয়ে আনতে বারবার চেষ্টা চালান রোকন। এতে বাধা দেন সুমির ভাই রোকন। এ ঘটনায় রোকনের প্রতি ক্ষোভ সৃষ্টি হয় মিজানের।
ঘটনার দিন সোমবার সন্ধ্যায় বোন সুমিকে নিয়ে রংপুর থেকে বাড়ি ফিরছিলেন রোকন। পথে তাদের পথরোধ করে ধারাল অস্ত্র দিয়ে তাদের উপর্যুপরি আঘাত করেন মিজান। এতে গুরুতর আহত হন রোকন ও সুমি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোকনকে মৃত ঘোষণা করেন।
এদিকে রোকন ও সুমিকে কুপিয়ে মিজান তার সাবেক শ্বশুর বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেন। আগুন দেওয়ার পর নিজেও বিষপান করে মিজান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজানকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদুজ্জামান তালুকদার বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই রোকনের মৃত্যু হয়। আর বিষপান করায় মিজানের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।