• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সাবেক মেয়রকে মারধরের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ১২:০২ পিএম
সাবেক মেয়রকে মারধরের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র শেখ সেলিমুল হককে মারধরের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে কক্সবাজারের রামু থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাঁশখালী উপজেলার উত্তর জলদির মৃত রহিম উল্লাহর ছেলে মো. সিরাজ (৩৫) এবং একই এলাকার মৃত মকবুল আহম্মদের ছেলে মিনারুল ইসলাম (৩৫)।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় কক্সবাজারের রামু এলাকায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। সকাল ৭টা ৫০ মিনিটের দিকে সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। আসামিদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ১৮ জানুয়ারি বাঁশখালীর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীকে মারধর করেন উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হীরা মনির। পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে মেয়রকে উদ্ধার করে। ওই ঘটনায় সাবেক পৌর মেয়র নিজেই বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করেন।

Link copied!