• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ৬ ডিগ্রি সেলসিয়াসে


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০১:১৩ পিএম
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ৬ ডিগ্রি সেলসিয়াসে

পঞ্চগড়ে এক দিনের ব্যবধানে তাপমাত্রা দশমিক ৮ ডিগ্রি কমে ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে, যা আজও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। 

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সকাল ১১টায় সারা দেশের সঙ্গে নির্ণয় শেষে তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানায় আবহাওয়া অফিস।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তেঁতুলিয়ায় গত কয়েক দিন থেকে তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল। সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার (৩০ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়া ও কনকনে বাতাসে দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্করা।

Link copied!