• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনায় মেয়রের অপসারণ দাবি


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০৩:৫১ পিএম
শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনায় মেয়রের অপসারণ দাবি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহর অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

রোববার (১৯ ডিসেম্বর) দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনায় দায়েরকৃত মামলায় পৌর মেয়রকে অবিলম্বে গ্রেপ্তার ও অপসারণের দাবি জানান। তা না হলে শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রমসহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সকল কার্যক্রম থেকে সরে আসার ঘোষণা দেন শিক্ষকরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন শিক্ষক ও কর্মচারীরা।

বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহর নাম দেরিতে ঘোষণা করায় তিনি ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা দায়ের করেন ওই শিক্ষা কর্মকর্তা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!