চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার লোহার দিঘীপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি পিকনিকের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এর আগে সোমবার (২১ মার্চ) লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারের দক্ষিণ পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন।