• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজশাহী বিভাগের জোড় ইশতেমা শুরু


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৪:০৮ পিএম
রাজশাহী বিভাগের জোড় ইশতেমা শুরু

সিরাজগঞ্জে তাবলিগ জামাতের রাজশাহী বিভাগের আট জেলার তিন চিল্লার সাথিদের নিয়ে জোর ইশতেমা শুরু হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে চায়না বাঁধ এলাকায় মুসল্লিরা জমায়েত হতে শুরু করেছেন।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা ও জয়পুরহাটসহ আশপাশের জেলার বিভিন্ন উপজেলা থেকে তিন চিল্লার সাথিরা অংশগ্রহণ করছেন ইশতেমায়।

টুঙ্গী বিশ্ব ইশতেমা মাঠের সার্বিক প্রস্তুতি, দাওয়াত ও তাবলিগের কার্যক্রম পরিচালনার জন্য মূলত এ জোড় অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব ইশতেমার সফলতার জন্য পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।

জোড় আয়োজক কমিটির মুরব্বিরা জানান, বিশ্ব ইশতেমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রতিবছর বিশ্ব ইশতেমার কমপক্ষে ৪০ দিন আগে বিভিন্ন জেলায় তিন দিনের জন্য জোড় ইশতেমার আয়োজন করা হয়।

আগামী জানুয়ারির ৭, ৮ ও ৯ তারিখে প্রথম ধাপে এবং ১৪, ১৫ ও ১৬ তারিখে দ্বিতীয় ধাপে বিশ্ব ইশতেমাকে সফল করার উদ্দেশ্যে এবং মানুষকে আল্লাহর পথে নেওয়ার জন্যই এবার সিরাজগঞ্জে এই তিন দিনের জোড় ইশতেমার আয়োজন করা হয়েছে। জোড়ে বয়ান করবেন কাকরাইলের বর্ষীয়ন মুরুব্বিরা।

শুক্র ও শনিবার চলবে ‘আম বয়ান’ এবং রোববার জোহর নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে এ জোড় শেষে চিল্লাধারী সাথীরা দেশের বিভিন্ন অঞ্চলে দ্বিনের দাওয়াত পৌঁছাতে ছড়িয়ে পড়বেন।

Link copied!