• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রংপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০৩:০৭ পিএম
রংপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রংপুর মহানগরীতে শোভাযাত্রা ও সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। 

সোমবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নগরীর শাপলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরী বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।

এতে মহানগর আওয়ামী লীগসহ মহানগরের ৩৩টি ওয়ার্ডের নেতা-কর্মীরা ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

নগরীর বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ শেষে শাপলা চত্বরে এসে সমাবেশ করেন তারা। এ সময় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান সাফি, সম্পাদক তুষার কান্তি, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু, সাধারণ সম্পাদক রমজান আলী তুহিনসহ অন্য সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে সকাল ৭টায় রংপুর মহানগর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করে মহানগর আওয়ামী লীগ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!