• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৭:৪৯ পিএম
যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মোটরসাইকেল চালককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে বনভোজনে যাওয়া যাত্রীরা। এ ঘটনায় বনভোজনের যাত্রীদের বহনকারী বাসেরচালক-হেলপারসহ ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানাড়পাড় এলাকায় এ ঘটনা ঘটে। মো. আবু সুফিয়ান ঐ উপজেলার মিজমিজি পশ্চিমপাড়া এলাকার গোলজার হোসেনের ছেলে।

জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে আবু সুফিয়ান এবং তার বন্ধু অনিক সরকার হৃদয় মোটরসাইকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে নিজ এলাকা মিজমিজি পশ্চিমপাড়ায় ফিরছিলেন। সানাড়পাড় এলাকায় সিডিএম ট্রাভেলসের একটি বাস তাদের চাপ দেয়। এতে সুফিয়ান ও হৃদয় কোনো রকমে নিজেদের রক্ষা করে। পরে কিছুদূর এগিয়ে তারা বাসটির গতিরোধ করে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বাসের চালক, হেলপার ও বনভোজনের যাত্রীরা সুফিয়ান ও হৃদয়কে মারধর এবং গলায় পায়ের চাপ দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। ঐ সময় দুই বন্ধুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা চলে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হলে সুফিয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম বলেন, “ওই ঘটনায় নিহতের চাচা জজ মামলা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।”

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, মৃতদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে।   দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!