• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মেয়র উমা চৌধুরীকে শুভেচ্ছা


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৯:৩৪ এএম
মেয়র উমা চৌধুরীকে শুভেচ্ছা

নাটোর পৌরসভার মেয়র নির্বাচনে বিজয়ী হওয়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উমা চৌধুরী জলিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

রোববার (১৬ জানুয়ারি) নাটোর পৌরসভা নির্বাচনে উমা চৌধুরী জলি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ২০ হাজার ৫৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রথমবারের মতো ইভিএম মেশিনের মাধ্যমে নাটোর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়। নাটোর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৬৩ হাজার ৪৮৬। এর মধ্যে পুরুষ ভোটার ৩০ হাজার ৬৮১ জন এবং নারী ভোটার সংখ্যা ৩২ হাজার ৮০৫ জন।

বিজয়ী হয়ে উমা চৌধুরী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া পরপর দুইবার উমা চৌধুরী জলিকে মেয়র নির্বাচিত করায় নাটোর পৌরবাসীর প্রতিও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নির্বাচনে উমা চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র প্রার্থী) শেখ এমদাদুল হক আল মামুন নারিকেলগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৭৪২ ভোট।

Link copied!