• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তিপণ না পেয়ে মাদ্রাসাছাত্রকে হত্যা, আটক ২


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০১:৫১ পিএম
মুক্তিপণ না পেয়ে মাদ্রাসাছাত্রকে হত্যা, আটক ২

নড়াইলে মুক্তিপণের টাকা না দেওয়ায় আরাফাত নামের (১২) এক মাদ্রাসাছাত্রকে হত্যা করেছে অপহরণকারীরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে বোড়ামারা দক্ষিণপাড়ার জয়নাল মোল্যার বাগান থেকে আরাফাতের মরদেহ উদ্ধার হয়। 

আরাফাত বোড়ামার গ্রামের ওবাইদুর শিকদারের ছেলে ও পেড়লী দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় আরাফাতের প্রতিবেশী সাহিদুল মোল্যার ছেলে মিলন মোল্যা (১৮) এবং তৌহিদুল মোল্যার ছেলে নাবিল মোল্যাকে (১৫) আটক করেছে পিবিআই। 

নিহতের পারিবার সূত্রে জানা গেছে, শনিবার (১২ মার্চ) সকালে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামে থেকে আরাফাত নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় রাতে নড়াইল সদর থানায় সাধারণ ডাইরি করে। রোববার সকালে একটি নম্বর থেকে মুক্তিপণের জন্য আরাফাতের পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। যে মোবাইল থেকে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেছিল, সেই নাম্বার ট্র্যাক করে সোমবার রাতে অপহরণকারীদের সন্ধান পায় পিবিআই। পরে দুইজনকে আটক করে লাশের সন্ধান পায় পুলিশ। 

শিশু আরাফাতের বাবা ওবাইদুর শিকদার বলেন, “অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। দাবীকৃত টাকা না দেওয়ায় আমার শিশুপুত্রকে হত্যা করা হয়েছে।”
 
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবীর বলেন, “আমাদের সহযোগিতায় পুলিশ পিবিআই উদ্ধার কাজ পরিচালনা করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Link copied!