• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভোলায় ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ১২:৫৮ পিএম
ভোলায় ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত

ভোলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ১৪১ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯৯৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের হার বর্তমানে ২৫.৫৩ শতাংশ।

সোমবার (২৪ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ভোলা সদরের ২৩ জন, দৌলতখানের ২ জন, বোরহানউদ্দিনের ১ জন, লালমোহনের ৪ জন, চরফ্যাশনের ২ জন এবং মনপুরা উপজেলার বাসিন্দা রয়েছেন ৪ জন।  

এছাড়া ভোলায় করোনায় আক্রান্ত ৬ হাজার ৯৯৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৮ জন। জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা মোট ২৪১ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনা আইসোলেশন ইউনিটে ৪ জন ভর্তি হন। বর্তমানে ২১ জন সেখানে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত আইসোলেশন ইউনিটে ১ হাজার ৯৯৯ জন রোগী চিকিৎসা নেন। এদের মধ্যে সুস্থ হয়ে ১ হাজার ৯৭৮ জন বাড়ি ফিরেছেন। 

ভোলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭৩ জন, দৌলতখানে ৫ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৫ জন, চরফ্যাশনে ৫ জন ও মনপুরা উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরও অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!