নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলার চাকদা এলাকায় একটি রিরোলিং মিলে বয়লার বিস্ফোরণে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে দগ্ধ হবার পর শ্রমিকদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা প্লাস্টিক সার্জারি অ্যান্ড বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ৫ জন শ্রমিক হলেন আলম (৪০), জজ মিয়া (৫০), সাথী (২০), আসমা (৪০) ও হাসিনা (৩৮)।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, “খবর পেয়ে দ্রুত আমাদের টিম পাঠানো হয়েছে। দগ্ধ ৫ জন ঢাকা মেডিক্যালে ভর্তি।”
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দগ্ধদের দেখছেন ডাক্তার। তাদের প্রত্যেকের দেহে অনেক অংশ পুড়েছে।