উপজেলা প্রশাসন ও আইসিটি বিভাগের যৌথ আয়োজনে নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুর রহমান আনছারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, কৃষি অফিসার শারমিন সুলতানা, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী প্রমুখ।