পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে লাগাতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
রোববার বিকেলে ও সোমবার দুপুরে ইউনিয়নের পেঁচাকোলা চারমাথা মোড় এলাকায় এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগের একাংশ একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন।
বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করে বলেন, ঐতিহ্যবাহী হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে। মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন এই ইউনিয়নের চেয়ারম্যান হলেও তিনি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেননি। বর্তমান সরকারের উন্নয়ন ইউনিয়নবাসী পায়নি চেয়ারম্যানের গাফিলতি ও অবহেলার কারণে। আবারো তাকে আওয়ামী লীগের মনোনয়ান দেওয়ায় নৌকা সমর্থকদের মধ্যে হতাশা নেমে এসেছে। অবিলম্বে এই মনোনয়ন পরিবর্তনের দাবি করেন তারা।
বিক্ষোভ সমাবেশে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ সরকার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজর আলী প্রাং, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতোয়ার হোসেন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক মনি মণ্ডল, ইউনিয়ন আওয়ামী নেতা আব্দুল বাতেন, আব্দুল করিম প্রমুখ।
ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, “মোস্তাফিজুর চেয়ারম্যান তার নির্বাচনী এলাকায় না থেকে তার ইউনিয়নের বাইরে কাশিনাথপুরে তার নিজ বাড়িতে থাকেন। এতে করে জনসাধারণের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। তিনি (মোস্তাফিজ) গত ২০ বছরে এলাকার রাস্তাঘাট ব্রিজ কালভার্টের কোনো উন্নতি করতে পারেননি। এমনকি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জন্ম নিবন্ধনের জন্য জনগণের কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগ রয়েছে। এমন ব্যক্তিকে নৌকার মনোনয়ন না দিতে আমরা দাবি জানিয়েছিলাম। কিন্তু পুনরায় তিনি মনোনয়ন পাওয়ায় নৌকার সমর্থকরা ক্ষুব্ধ। মোস্তাফিজের জন্য ভোট চাওয়া আমাদের জন্য বিব্রতকর।”
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতোয়ার হোসেন বলেন, “হাটুরিয়া নাকালিয়া যমুনা নদী পাড়ের অবহেলিত ইউনিয়ন। নদী ভাঙন কবলিত অভাবী মানুষের কোনো খোঁজ খবর না রেখে মোস্তাফিজ চেয়ারম্যান ইউনিয়নের বাইরে বিলাসী জীবন যাপন করেন। নৌকার মনোনয়ন পাওয়ার পরেও এলাকাবাসীর সমর্থন না পেয়ে বহিরাগত লোকজন এনে তাকে সমাবেশ করে সংবর্ধনা নিতে হয়েছে। প্রার্থী পরিবর্তন করে ত্যাগী ও জনবান্ধব কাউকে মনোনয়ন না দেওয়া হলে, আগামী নির্বাচনে নৌকার বিজয় হুমকির মুখে পড়তে পারে।”
এ ব্যাপারে নৌকার দলীয় মনোনয়ন পাওয়া মোস্তাফিজুর রহমান বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যোগ্য ও জনপ্রিয়তার কারণেই আমাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন বঞ্চিতদের উসকানিতে এ ধরনের কাজ করে দলের ও মানুষের মধ্যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে।”