সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত জেলে মুজিবর রহমানের মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ।
সোমবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাতলী এলাকায় বাঘের আক্রমণে মারা যান তিনি।
মুজিবর শ্যামনগর উপজেলার পারশেখালী গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি কাঁকড়া ধরার জন্য সপ্তাহখানেক আগে সুন্দরবনে যান।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন অফিসার হারুন-অর রশিদ জানান, বনবিভাগ, কোস্টগার্ড ও টাইগার টিমের সদস্যরা সকালে তার মরদেহের সন্ধানে পায়রাতলী এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে ওই এলাকার গহীন অরণ্যের মধ্যে তার লাশ পাওয়া যায়। তার মরদেহ বাড়িতে পাঠানো হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।