• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে দেড়শ শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৮:৪২ পিএম
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে দেড়শ শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিনামূল্যে ১৫০ শিশুকে সুন্নাতে খৎনা অনুষ্ঠিত হয়েছে ফেনীর দাগনভূঞা পৌর হলরুমে।

পৌরসভার উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন।

প্যানেল মেয়র ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল হুদা সেলিম অনুষ্ঠানে সঞ্চলনা করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের ফেনী প্রতিনিধি ও দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ প্রমুখ।

উক্ত কর্মসূচির আওতায় ১৫০ শিশুকে সুন্নাতে খৎনা সম্পন্ন এবং লুঙ্গি, গেঞ্জি, টুপি ও সাতদিনের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।

Link copied!