• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বগুড়ায় আ. লীগের সম্মেলনে উত্তেজনা


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০৩:৪৫ পিএম
বগুড়ায় আ. লীগের সম্মেলনে উত্তেজনা

বগুড়ার ধুনটে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানে দুই পক্ষের হট্টগোল ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (৯ মার্চ) বেলা ১২টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে উভয়পক্ষের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু সমর্থিত নেতাকর্মীরা ধুনট সদর ইউনিয়নের ৫টি ওয়ার্ড (৫, ৬, ৭,৮ ও ৯ নম্বর) আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করেন। বেলা সাড়ে ১১টায় সম্মেলন শুরু হওয়ার আগেই স্থানীয় সংসদ সদস্য হাবিবর রহমান সমর্থিত উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্মসাধারণ সম্পাদক মহসিন আলমের নেতৃত্বে একদল নেতাকর্মী লাঠিসোটা নিয়ে সম্মেলনস্থলে হামলা চালায়। এ সময় ২০-৩০টি চেয়ার ভাঙচুর করা হয়। আতঙ্ক ছড়িয়ে পড়লে সম্মেলনে আসা নেতাকর্মী ইউনিয়ন পরিষদের ভেতরে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধুবালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই ঘটনার সূত্রপাত হয়। তবে কেউ আহত হয়েছে এমন কোনো খবর আমরা পাইনি। কিছু চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুই পক্ষের মধ্যেই এখনও উত্তেজনা বিরাজ করছে।”

তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।
 

Link copied!