নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের ফাঁদ পেতে এক কলেজছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে মো. জুয়েল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রোববার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো জুয়েল (২২) সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সেকান্দার সর্দার বাড়ির মোহাম্মদ হোরন মিয়ার ছেলে। তিনি বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
একই দিন রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী শিক্ষার্থী ও জুয়েলের ছোট বোন সহপাঠী। তার মাধ্যমে ভিকটিমের সঙ্গে আসামির পরিচয় হয়। একপর্যায়ে ওই কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে তার অশ্লীল ভিডিও ধারণ করে জুয়েল। এরপর ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জুয়েল ভিকটিমকে ব্ল্যাকমেল করতে থাকেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুয়েল একজন যৌন অপরাধী। তার থেকে একটি মোবাইল সেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে সুধারাম থানায় পর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্টে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।