• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল গৃহহীন ৫ পরিবার


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৭:৩২ পিএম
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল গৃহহীন ৫ পরিবার

মুজিব শতবর্ষের উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া উপহারের পাঁচটি ঘর গৃহহীন ও ভুমিহীনদের কাছে হস্তান্তর করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় কাপ্তাই চিৎমরমে গৃহনির্মাণ উদ্ধোধন করেন জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী। 

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ১১ টার দিকে গৃহহীনদের কাছে এই ঘর হস্তান্তর করা হয়েছে।

উদ্ধোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে অংসুইছাইন চৌধুরী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্বপ্নের নীড় (ঘর) তৈরি করা হয়েছে। এছাড়া ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে বাস্তাবায়ন করতে সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য এসব ঘর নির্মাণ করা হয়েছে।”  

এরই অংশ হিসেবে আজ ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জমিসহ পাঁচটি ঘর হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন চিৎমরম চেয়ারম্যান ওয়েশ্লিমং মারমা, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ধনা তঞ্চঙ্গ্যা, চিৎমরম প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মারমা, চিৎমরম বাজার চৌধুরী ক্যজই মারমা, বড় পাড়া ইউপি সদস্য ক্যপ্রু মারমা, চিৎমরম হেডম্যান ক্যশিং মারমা, অ্যাডভোকেট হ্লাথোয়াই মারমা, সুভাষ, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলম,
রফিকুল ইসলাম, মোহাম্মদ ফরিদ, হাবিব, স্থানীয় মহিলা মেম্বার মিনুপ্রু মারমা। 

এছাড়া আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও উপকারভোগী ও সুশীল সমাজের সর্বস্তরের মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!