• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পাল্টাপাল্টি হামলায় ছাত্রলীগের সভাপতিসহ আহত ৬


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৮:৫৬ এএম
পাল্টাপাল্টি হামলায় ছাত্রলীগের সভাপতিসহ আহত ৬

 

রাজবাড়ীর কালুখালী উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৬ জন। আহতরা সবাই জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় ভাঙচুর করা হয়েছে পাঁচটি মোটরসাইকেল।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে কিছু নেতাকর্মী নিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় কালুখালীর নতুন ব্রিজের ওপর মিছিল নিয়ে উঠলে উপজেলা ছাত্রলীগের সভাপতি রিপনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলা করে। 

এ বিষয়ে কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রিপনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।

স্থানীয়রা জানান, উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. এনায়েত হোসেন, ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রিপন, ইউপি সদস্য মোস্তফাসহ আহত হয়েছেন অন্তত ছয়জন। ভাঙচুর করা হয়েছে বেশ কটি মোটরসাইকেল।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখনও শান্তিপূর্ণভাবে সম্মেলন চলছে। আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি। পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Link copied!