• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০২:৫০ পিএম
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. রফিক।

মৃত মীম মনি এলাকার নজরুল ইসলামের মেয়ে ও নিসা মনি নজরুলের ছোটভাই ফারুক আহমেদের মেয়ে।

ওই দুই শিশুর দাদা মো. ইউনুস বলেন, “সবার অগোচরে মীম ও নিসা বাড়ির পেছনে পুকুরে চলে যায়। তারা পানিতে গোসল করতে নামে। পরে তাদের মা খোঁজ করতে গিয়ে পুকুরে ভাসতে দেখে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

Link copied!