• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পরাজিত ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৯:২২ পিএম
পরাজিত ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা
নিহত সাবেক ইউপি সদস্য শাহারুল ইসলাম। ছবি : সংবাদ প্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে নবনির্বাচিত ইউপি সদস্য ও সমর্থকের হামলায় পরাজিত প্রার্থী সাবেক ইউপি সদস্য শাহারুল ইসলামকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত শাহারুল ওই গ্রামের আলাব উদ্দিনের ছেলে। তিনি একই ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক।

নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় শাহারুল দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। একই সময় ফুটবল প্রতীকে নবনির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ কবীর মন্ডল বিজয় মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় ফিরোজ কবীর ও তার সমর্থকরা শাহারুলের সমর্থকরা শামসুলকে মারধর করতে থাকে। খবর পেয়ে শাহারুল শামসুলকে উদ্ধার করতে এগিয়ে গেলে প্রতিপক্ষ নবনির্বাচিত ইউপি সদস্য ও তার সঙ্গীরা শাহারুলকে এলোপাথাড়ি মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিভাবে মারা গেল সে বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!