এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা প্যানেলপ্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাতক্ষীরা জেলা প্যানেলপ্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন আহ্বায়ক জি এম সালাউদ্দিনের সভাপতিত্বে ও ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি তহমিনা আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার বাছাড়, ইউছুফ আলী, জুলফিক্কার আলম, রাশিদা সুলতানা, জগন্নাথ পাল, শিহাবুর হোসেন, মিজানুর রহমান, নাসির হোসেন, তাপস কুমার ঢালি, আব্দুল আলীম।
এ সময় বক্তারা বলেন, সব নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশীদের কোটাবিহীন প্যানেলভিত্তিক নিয়োগ দিত হবে। সব নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে। ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে।