• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নারায়ণগঞ্জবাসী সব সময় আমাকে পাশে পেয়েছে : আইভী


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ১২:৫০ পিএম
নারায়ণগঞ্জবাসী সব সময় আমাকে পাশে পেয়েছে : আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটাররা কাকে ভোট দেবে, এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জবাসী যেকোনো কাজে সব সময় আমাকে কাছে পেয়েছে “

আইভী বলেন, ‌‌‌‌“আমি বলিনি যে শামীম ওসমানের সমর্থন আমার দরকার নেই। দল যখন আমাকে নমিনেশন দিয়েছে, আমার দলের লোকেরা সিদ্ধান্ত নিয়েছে তারা নৌকার পক্ষেই থাকবে। এর মধ্যে দু-একজন ব্যতিক্রম হলে আলাদা ব্যাপার।”

সোমবার (১০ জানুয়ারি) সকালে বন্দরের ২১ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচারণায় নেমে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, ‌“ভোটারদের কাছে এটা অপরিহার্য নয় যে, কে সমর্থন দিল, কে দিল না। তৃণমূলের নেতা-কর্মীরা হয়তো এটায় গুরুত্ব দেবে। কিন্তু সাধারণ মানুষ, আমার মা-বোনদের কাছে মাথাব্যথা নেই নারায়ণগঞ্জে কে সমর্থন দিল কে দিল না। তাদের কাছে বড় ব্যাপার দল নমিনেশন দিয়েছে। আমি শহরবাসীর জন্য প্রচুর কাজ করেছি। বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছি। হয়তো সবকিছু পরিপূর্ণ করতে পারিনি। একটা মানুষের ১০০ ভাগ কাজ করা সম্ভব নয়, যেহেতু কাজগুলো চলমান প্রক্রিয়া। স্থানীয় সরকারের কাজগুলো সব সময় চলমান থাকে। তবে আমি দৃঢ়তার সাথে বলতে পারি, নারায়ণগঞ্জবাসী যেকোনো কাজে সব সময় আমাকে কাছে পেয়েছে।”

নৌকার এই প্রার্থীর আরও বলেন, “তিনি (তৈমূর) তো গডফাদারের কোলে গিয়ে বসে আছেন। তিনি গডফাদারের বাইরের কেউ না। গডমাদারটা তিনি যে আমাকে বলেছেন, এটা খারাপ কাজ করেছেন। তাকে আমি এ ধরনের কথা বলিনি। তিনি তার কাছে আশ্রয় নিয়েছে এটাই বলেছি।”

 

Link copied!