• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নানাবাড়িতে বেড়াতে এসে ডুবে ২ বোনের মৃত্যু


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ১১:৪৬ এএম
নানাবাড়িতে বেড়াতে এসে ডুবে ২ বোনের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের মরজাত পুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

শিশুরা হলো গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের কান্দি গ্রামের আজির উদ্দিনের শিশুকন্যা তানজিনা (৬) ও একই ইউনিয়নের গোস গ্রামের আলিম উদ্দিনের শিশুকন্যা তাবাসসুম (৫)। তারা দুজন সম্পর্কে খালাতো বোন।

স্থানীয়রা জানান, উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের কান্দি গ্রামের আজির উদ্দিনের স্ত্রী গত বৃহস্পতিবার তার শিশুকন্যা তানজিনা এবং একই ইউনিয়নের গোস গ্রামের আলিম উদ্দিনের স্ত্রী নিজের শিশুকন্যা তাবাসসুমকে নিয়ে মরজাতপুর গ্রামে তাদের বাবার বাড়িতে বেড়াতে যান। শুক্রবার বিকেলের দিকে তানজিনা ও তাবাসসুম দুজনেই হাতে মেহেদি লাগায়। হঠাৎ তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে বাড়ির পাশের একটি গর্তে তাদের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে মেহেদিযুক্ত হাত ধুয়ে পরিষ্কার করতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে।

এদিকে দুই শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল।

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল বলেন, নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো বোন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 

Link copied!