মেহেরপুরে সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী কাভার্ড ভ্যানের পেছনে মিনিট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৬টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে দরবেশপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিনিট্রাকের ড্রাইভার ও হেলপার। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সকাল ছয়টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে দরবেশপুর বাজারে ঢাকা থেকে মেহেরপুর আসা সিমেন্টবাহী কাভার্ড ভ্যান বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি মিনিট্রাক চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর আসার পথে কার্ভাড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মিনিট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ড্রাইভার ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।