• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

তুচ্ছ ঘটনায় ভাইকে হত্যা


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৯:৩১ পিএম
তুচ্ছ ঘটনায় ভাইকে হত্যা

সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন কুচাই এলাকায় গাছ কাটা নিয়ে বিবাদের সূত্রে সৎ ভাইদের হামলায় শাহাব উদ্দিন (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কুচাই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ওই হামলায় তিনি আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শাহাব উদ্দিনের পাঁচ সৎ ভাইকে হেফাজতে রেখেছে পুলিশ। এর মধ্যে কামরুল ও বদরুল নামের দুইজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, “জায়গা-জমি নিয়ে সৎ ভাইদের সঙ্গে শাহাব উদ্দিনের বিরোধ চলছিল। সকালে গাছ কাটা নিয়ে সংঘর্ষ হলে সৎ ভাইদের আঘাতে শাহাব গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, “এ ঘটনায় পাঁচ সৎ ভাইকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!